Header Ads

১৫৫ পদে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিইএ প্রকল্পে সম্পূর্ণঅস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং পদ্ধতিতে প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিম্নোক্ত পদগুলোতে নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে আগামী ২৬/০৯/২০১৮ইং তারিখের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছেঃ

পদের নাম ও সংখ্যাঃ
সনিয়র সহকারী পরিচালক সাকুল্য-৪
অ্যাসিস্টেন্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার-৫
সহকারী প্রোগ্রামার-১৫
প্যাকেজিং সুপারভাইজার-৫
ডিসপ্যাচ সুপারভাইজার-২
প্যাকেজিং অপারেটর-৪
ডিসপ্যাচ অপারেটর-২
মেশিন অপারেটর-৫৫
কোয়ালিটি অ্যাসিওরেন্স অপারেটর-৭
স্ক্যানিং অপারেটর-৩৬
ইলেকট্রিক মেকানিক/ ইলেকট্রিশিয়ান-২
সহকারী স্টোর কিপার-৪
কাউন্টার- ১৪

আবেদনের যোগ্যতা
 প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ০১-০৮-২০১৮ তারখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তান্দের    ক্ষেত্রে বয়স ৩২  বছর  ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (jobs.jsssl@gmail.com)ই-মেইলের মাধ্যমে  আবেদনপত্র  আগামী ২৬ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে পর্যন্ত জমা দিতে পারবে ।
বিস্তারিত নিচেঃ

No comments

Powered by Blogger.